শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
Homeকলকাতাআবার বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু কলকাতায়, জমা জলে ঘটলো অঘটন

আবার বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু কলকাতায়, জমা জলে ঘটলো অঘটন

এক সপ্তাহ যেতে না যেতেই আবার কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন এক মহিলা। আবারও কাঠগড়ায় জমা জল এবং সিএসসি। শনিবার পঞ্চমীর সকালে বেহালার সরশুনা এলাকায় ৬৬ বছর বয়সী এক বৃদ্ধা দোকানের শাটার খুলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয় বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, ওই বৃদ্ধার নাম শ্রাবন্তী দেবী। জমা জলের ওপর দাঁড়িয়েই দোকানের শাটার খুলছিলেন তিনি। তালপুকুর রোডের বাসিন্দা ওই বৃদ্ধা সকাল সাড়ে সাতটা নাগাদ দোকান খুলতে এসেছিলেন। কিন্তু শাটারে হাত দিতেই বিদ্যুৎপৃষ্ঠ হন তিনি।

প্রত্যক্ষদর্শীরা তড়িঘড়ি পুলিশ এবং এলাকার বিদ্যুৎ বন্টনকারী সংস্থাকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে বৃদ্ধাকে উদ্ধার করেন। নিকটবর্তী বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ওই বিদ্যাকে মৃত বলে ঘোষণা করেন। গোটা ঘটনাটি তদন্ত করার দায়িত্বে সিএসসি এবং কলকাতা পুলিশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments