পুজোর আগে অতিরিক্ত বৃষ্টিতে এমনিতেই বানভাসি অবস্থা কলকাতার। এর মধ্যে আবার শুনতে পাওয়া গেল, পুজোর আগে অর্থাৎ চতুর্থীর দিন আবার বৃষ্টিতে ভিজবে গোটা কলকাতা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে।
যে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে সেটি মায়ানমার থেকে ক্রমে বাংলার দিকে সরে আসছে। উড়িষ্যা উপকূল সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছে, সেই আপাতত একই জায়গায় রয়েছে। আরো ১২ ঘন্টা ওই একই জায়গায় থাকবে বলে মনে করা হচ্ছে। তারপর ধীরে ধীরে শক্তি হারাবে।
শক্তি হারিয়ে নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম দিকে সরবে, যার প্রভাবে আগামী ২৫ সেপ্টেম্বর উত্তর বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল সৃষ্টি হবে। এই নিম্নচাপের ফলে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে যে নিম্নচাপ সক্রিয় হবে তার ২৭ সেপ্টেম্বরের মধ্যে দক্ষিণ ওড়িশা উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। এর প্রভাবে আগামী শনিবার দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
পশ্চিমবঙ্গের দিকে সরাসরি আছে না তাই মনে করা হচ্ছে আগামী দুর্গাপুজো বেশ নির্বিঘ্নেই কাটবে মানুষের। অন্যদিকে ইতিমধ্যেই কলকাতা থেকে জল ছড়িয়ে নেওয়ার ব্যবস্থা করছেন মেয়র। কিছু অংশে জল সরে গিয়েছে আবার কিছু অংশে এখনও জমে রয়েছে জল। সব মিলিয়ে এখনও চিন্তার রেশ কাটেনি পশ্চিমবঙ্গবাসীর।
