আগামীকাল অর্থাৎ রবিবার মহালয়ার পূণ্যতিথিতে আকাশে দেখতে পাওয়া যাবে সূর্যগ্রহণ। ২০২৫ সালের শেষ সূর্য গ্রহন হতে চলেছে এটি। কিছুদিন আগেই হয়েছিল বছরের শেষ চন্দ্রগ্রহণ। তবে চন্দ্রগ্রহণের পর এবার সূর্যগ্রহণ হতে চলেছে আগামী ২১ সেপ্টেম্বর।
রবিবার খন্ডগ্রাস সূর্যগ্রহণ হবে। অর্থাৎ আকাশে সূর্যের খন্ডিত রূপ দেখতে পাওয়া যাবে। তারা চার ঘন্টা ধরে এই গ্রহন দেখতে পাওয়া যাবে। তবে ভারত থেকে নয়, এই সূর্যগ্রহণ দেখতে পাওয়া যাবে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড থেকে।
আসলে এই সূর্যগ্রহণ যখন হবে তখন ভারতে হবে রাত। রবিবার রাত ১০:৫৯ মিনিট থেকে গ্রহণের প্রক্রিয়া শুরু হবে। গ্রহণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে রাত একটা এগারো মিনিট নাগাদ। ভোর ৩:২৩ মিনিট নাগাদ গ্রহণ শেষ হয়ে যাবে। গত মার্চ মাসে শেষ খণ্ডগ্রা সূর্যগ্রহণ হয়েছিল।
