পুজোর আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি। চারিদিকে তোড়জোড় তুঙ্গে। কিন্তু এখনো যেন বৃষ্টি কিছুতেই পিছু ছাড়ছে না। মাঝে বেশ কয়েকদিন বৃষ্টি থেকেও মুক্তি পাওয়া গেলেও আবার দফায় দফায় আসছে বৃষ্টি। এবার আলিপুর আবহাওয়া দপ্তর জানাল, এখনই দুর্যোগ থামবে না বরং আগামী দিনে দুর্যোগ আরো বেশি বাড়বে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার এবং বৃহস্পতিবার কলকাতার প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া। শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত।
শনিবার আবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলায়। জারি করা হয়েছে কমলা সতর্কতা। দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হতে পারে ঝড়-বৃষ্টি।
বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬.ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক থেকে ০.২ ডিগ্রি বেশি। মঙ্গলবার শহরের তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১.৭ ডিগ্রি কম।।
