রবিবার, আগস্ট ৩১, ২০২৫
Homeবিনোদনমা হতে চলেছেন পরিনীতি, কবে আসছে সন্তান?

মা হতে চলেছেন পরিনীতি, কবে আসছে সন্তান?

কিছুদিন আগেই কপিল শর্মার অনুষ্ঠানে এসে রাঘব জানিয়েছিলেন খুব তাড়াতাড়ি সুখবর দিতে চলেছেন তিনি। যদিও ব্যাপারটা মজা করেই বলেছিলেন তবে বোঝা যায়নি এত তাড়াতাড়ি সুখবর দিয়ে দেবেন দম্পতি।

২৫ আগস্ট সকালে একটি ছবি পোস্ট করে পরিণীতি এবং রাঘব জানান খুব তাড়াতাড়ি ছোট্ট খুদে সদস্য আসতে চলেছে তাদের জীবনে। একটি ভ্যানিলা কেকের ওপর দুটি ছোট ছোট পায়ের ছবি তার ওপরে লেখা ওয়ান প্লাস ওয়ান থ্রি

ছবিটি পোস্ট করে অভিনেত্রী লেখেন, আমাদের ছোট্ট পৃথিবী খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আমরা কতটা ধন্য তা বলে বোঝাতে পারবো না। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে রাঘবকে বিয়ে করেছিলেন পরিনীতি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments