শনিবার হাওড়া সিটি পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, রবিবার অর্থাৎ ২৪আগস্ট ভোর চারটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত কাজ হবে দ্বিতীয় হুগলী সেতু এবং কোনা এক্সপ্রেসওয়েতে। এই দুটি সেতুতে মেরামতির কাজ চলবে রবিবার। এই দিন হাওড়া থেকে কলকাতা জামি এবং কলকাতা থেকে হাওড়া গামী গাড়িগুলিতে বিভিন্ন রুটে ঘুরিয়ে দেওয়া হবে
এক নজরে দেখে নিন কোন কোন বিকল্প রাস্তা ব্যবহার করতে পারবেন আপনি
ষোল নম্বর জাতীয় সড়ক ধরে কোলাঘাটের দিক থেকে আশা যানবাহন গুলিকে ধুলাঘর নিবড়া পাকুরিয়া সিসিআর সেতু হয়ে নিবেদিতা সেতু ব্যবহার করতে হবে।। ডানকুনি থেকে আসা যানবাহন গুলিকে ব্যবহার করতে হবে নিবেদিতা সেতু। অন্যদিকে কলকাতা থেকে আসা হাওড়া দামে যানবাহন গুলি ব্যবহার করতে পারবে হাওড়া সেতু বা নিবেদিতা সেতু।
বন্যবাহী যানবাহন ছাড়া কোলাঘাটের দিকে যে গাড়িগুলি যাবে সেগুলি ব্যবহার করতে পারবে কাজীপাড়া জিটি রোড আন্দুল রোড আলমপুর ১৬ নম্বর জাতীয় সড়ক ধুলাগর রানিহাটির রাস্তা।
পণ্যবাহী যানবাহন ছাড়া যে যানবাহনগুলি ডানকুনির দিকে যাবে, সেগুলি শানপুর মোড়, আমতা রোড এবং সলপ হয়ে ১৬ নম্বর জাতীয় সড়ক ধরতে পারবে। নিবরার দিকে আসা এবং সাঁতরাগাছি স্টেশনের দিকে যে সমস্ত যানবাহন যাবে তারা ব্যবহার করতে পারে জগাছা মহিয়ারি রোড।