সম্প্রতি আলিপুর চিড়িয়াখানায় প্রাণীর সংখ্যা কমে যাওয়ায় উদ্বেগ ছড়িয়েছে প্রশাসনে। গত জুলাই মাসের শেষ সপ্তাহে একটি রিপোর্ট প্রকাশে আসার পরেই পদক্ষেপ গ্রহণ করেছেন বনদপ্তর। শুরু হয়ে গিয়েছে আলিপুর চিড়িয়াখানায় প্রশাসনের রদ বদলের প্রক্রিয়া। এতদিন আলিপুর চিড়িয়াখানায় পরিচালক ছিলেন অরুন মুখোপাধ্যায়, কিন্তু প্রাণীর সংখ্যা কমে যাওয়ায় তাকে স্থানান্তরিত করা হয়েছে দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ন চিড়িয়াখানায়।
নতুন পরিচালক হিসাবে নিয়ে আসা হবে আইএফওএস তৃপ্তি শাহকে। চলতি সপ্তাহে তিনি দায়ভার নেবেন বলে খবর পাওয়া গিয়েছে। এর আগে তিনি ইনস্টিটিউট অফ এনভারমেন্ট এন্ড ম্যানেজমেন্টে অতিরিক্ত প্রকল্প পরিচালক ছিলেন। তবে শুধু রদবদল করা হচ্ছে তা নয়, নিরাপত্তার ক্ষেত্রেও আনা হচ্ছে বদল।
বসানো হবে অতিরিক্ত সিসিটিভি এবং নিরাপত্তারক্ষী মোতায়ন করা হবে অতিরিক্ত। সমস্ত পশুপাখিদের ঘরের সামনে থাকবে একজন করে নিরাপত্তারক্ষী। আলিপুর চিড়িয়াখানায় হঠাৎ করে প্রাণীর সংখ্যা কমে যাওয়ায় বনদপ্তরকে যে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে, সেই সমস্যা এড়াতেই এবার এই বড় পদক্ষেপ নিল কর্তৃপক্ষ।