গত কয়েক সপ্তাহ ধরে একটানা বৃষ্টিতে রীতিমতো জেরবার দক্ষিণবঙ্গ। শহরতলির পাশাপাশি কলকাতাতেও যেভাবে বৃষ্টি হয়েছে তাতে বিপন্ন হয়েছে জনজীবন। প্রায় রাজি, হালকা থেকে মাঝারি এমনকি মাঝে মাঝে প্রবল হারে বৃষ্টি চলেই যাচ্ছে। এবার এই একটানা বৃষ্টি থেকে মুক্তি পেতে চাইছে সাধারণ মানুষ। কিন্তু কবে? কবে এই মুক্তি পাওয়া যাবে?
আবহাওয়া দপ্তর থেকে জানা গিয়েছে, এখনই মুক্তি পাওয়া যাবে না। বৃহস্পতিবার এবং শুক্রবারও ভারী বর্ষণ চলবে কলকাতা এবং শহরতলী এলাকাগুলিতে। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের ভারী বর্ষণ চলবে। শুক্রবার পুরুলিয়ায় চলতে পারে ভারী বর্ষণ। এরপর কমবে, বৃষ্টির প্রকোপ।
তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমে গেলেও উত্তরবঙ্গে এখনই দুর্যোগের আশঙ্কা কমবে না। বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই চার জেলায় রয়েছে কমলা সতর্কতা। আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে দুর্যোগ।