৪ আগস্ট, তৈরি হল ঐতিহাসিক মুহূর্ত। ১০ বছর পর একই মঞ্চে এসে দাঁড়ালেন দেব-শুভশ্রী। মঞ্চে দেব এবং শুভশ্রী ছাড়াও উপস্থিত ছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়, রানা সরকার, অনুপম রায় এবং ইন্দ্রদীপ দাশগুপ্ত। অবশেষে অপেক্ষার অবসান। একসঙ্গে এক মঞ্চে এলেন দেব-শুভশ্রী। তৈরি হল ইতিহাস। ভক্তদের আবেদন মেনে বাংলার মেগাস্টার দেব এবং মহিলা সুপারস্টার শুভশ্রী এলেন ধুমকেতু ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে। ‘গানে গানে’ সুরের তালে তালে মঞ্চে উপস্থিত হলেন এই তারকা জুটি।
রোহন দেব এবং শুভশ্রীকে যখন প্রশ্ন করেন, তাঁরা একে অপরকে কবে ফলো করবেন? এই প্রশ্নের উত্তরে শুভশ্রী বলেন, কে আগে ব্লক করেছিল? এই কথার উত্তরে চুপ করে যান দেব। তখনই শুভশ্রী নিজের ফোন বের করেন এবং দেবকে ফলো করেন।
শুভশ্রী দেবকে ফলো করতেই দেবও নিজের ফোন নিয়ে আসেন এবং শুভশ্রীকে ফলো করেন। এমন একটি ঘটনা বোধহয় প্রথম ঘটল কোনও মঞ্চে। দুই বড় মাপের তারকা একে অপরের সমস্ত ভুল-বোঝাবুঝি সরিয়ে রেখে একে অপরকে ফলো করেন সমাজ মাধ্যমের পাতায়। বিগত কয়েক বার সাক্ষাৎকারে দেব এবং শুভশ্রীকে বারবার জিজ্ঞাসা করা হয়েছিল, তাঁরা একসঙ্গে আবার ছবি করতে চান কিনা।
তবে এখানেই শেষ নয়, বহু প্রতীক্ষিত ট্রেলার লঞ্চ হলো আজ। ধুমকেতু ছবির ট্রেলার দেখে রীতিমতো মুগ্ধ দর্শকরা।