পাত্রীর সঙ্গে আলাপ করবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন হবু পাত্র। একটি হোটেলে কিছুক্ষণ দেখাও হল। কিন্তু চা পান করার পরেই আচমকা বেহুশ হয়ে যান সেই পাত্র। হুশ ফিরলে ওই ব্যক্তি দেখেন, মানিব্যাগ মোবাইল সবকিছুই হয়েছে হাওয়া।
তড়িঘড়ি থানায় অভিযোগ জানালে গ্রেফতার করা হয় ওই অভিযুক্ত পাত্রীকে। চুরি যাওয়া মোবাইল কেনার অভিযোগে গ্রেফতার করা হয় এক বাংলাদেশী যুবককেও। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা নিউ ব্যারাকপুর এলাকায়।
পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছে, ওই মহিলার নাম জিয়া সিংহ। প্রতারিত সুদীপ বসু ওই মহিলার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। সুদীপবাবু জানিয়েছেন, ঘটকালীর ওয়েবসাইটে আলাপ হয় জিয়ার সঙ্গে। ১ জুলাই তাঁরা একটি হোটেলে দেখা করতে যান। সেখানেই ওই যুবতী তাঁকে চা পান করতে দিলে তিনি অজ্ঞান হয়ে যান।
যুবকের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে জিয়াকে গ্রেফতার করেন পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত ওই মহিলা বাংলাদেশের এক বাসিন্দাকে সুদীপের মোবাইল বিক্রি করে দিয়েছে। হাসান নামে রাজশাহীর ওই যুবককেও গ্রেফতার করা হয়েছে দমদম এলাকা থেকে।
গত ৩০ জুলাই দমদম স্টেশন থেকে ওই বাংলাদেশি যুবককে আটক করা হয়। ৬ দিনের পুলিশি হেফাজতে রাখার পর ওই যুবক স্বীকার করেন, তিনি জিয়ার থেকে মোট দশটি মোবাইল কিনেছেন। সেগুলি বাংলাদেশের বাজারে বিক্রি করে দিয়েছেন। এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন হোটেলে বিভিন্ন সময় থাকতেন তিনি। এই ব্যাপারটির পেছনে বড় কোনও চক্র আছে কিনা তা খতিয়ে দেখছেন পুলিশ।