অতিরিক্ত গরমে হাঁসফাঁস গোটা দক্ষিণবঙ্গ। তবে শুনতে পাওয়া গিয়েছে, ইতিমধ্যেই উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। এছাড়া তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। সবকিছু মিলিয়ে আগামী বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টি শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গে।
বাড়ি থেকে অতিভারীবৃষ্টি চলবে গোটা সপ্তাহ জুড়ে। আবহাওয়া দপ্তর সূত্র অনুযায়ী জানা গিয়েছে, চীন এবং ভিয়েতে নামে ঘূর্ণিঝড় উইফা আছড়ে পড়েছে। যার প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে তৈরি হবে ঝড় বৃষ্টির আবহাওয়া। বুধবার সারাদিন গরমের জন্য অস্বস্তি বাড়লেও রাতের দিক থেকে শুরু হয়ে যাবে ঝড়-বৃষ্টি।
ঝড় বৃষ্টি ছাড়াও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বলতে পারে ঝড়ো হাওয়া। কলকাতা ছাড়া পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঐ সব জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। রবিবারও ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলে উত্তরবঙ্গে আপাতত কোন দুর্যোগের সম্ভাবনা নেই। নিম্নচাপের কারণে আগামী কয়েক দিন সমুদ্র থাকবে উত্তাল, তাই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সরকারের তরফ থেকে। বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৩° বেশি।