খুশির খবর বলিউড অভিনেত্রীর পরিবারে। আবারো সন্তানের আগমন ঘটেছে অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ ও মাইকেল ডোলানের পরিবারে। এর আগে ২০২৩ সালে প্রথমবার মা হয়েছিলেন অভিনেত্রী ইলিয়ানা। সেই বারও তিনি এক পুত্রসন্তানের জন্ম দিয়েছিলেন। আর এবার ফের দ্বিতীয় সন্তান জন্মের পর মাতৃত্বের অভিজ্ঞতা ভাগ করে নেন অভিনেত্রী। চলতি বছরের ১৯শে জুন দ্বিতীয়বার পুত্র সন্তানের মা হলেন অভিনেত্রী।
ইলিয়ানা, শনিবার সেই সদ্যোজাতের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে প্রকাশ্যে আনেন ছেলের নাম। তিনি তার সদ্যজতের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে লেখেন, “কিয়েনু রেফ ডোনালের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি।” এমনকি তিনি এও জানান যে, তিনি এবং মাইকেল ফের তাদের এই সন্তানকে পেয়ে বেজায় খুশি। ইলিয়ানার ওই পোস্টে সদ্যোজাত সন্তানকে মাথায় টুপি পরে, শরীরে তোয়ালে জড়ানো অবস্থায় পাশ ফিরে শুয়ে থাকতে দেখা যায়। ঘুমন্ত শিশুর অমন মিষ্টি ছবি রীতিমতো ভাইরাল হয়েছে নেটপাড়ায়।
এমনকি ওই পোস্টের মাধ্যমে অভিনেত্রী তার সন্তানের নামও প্রকাশ্যে এনেছেন। অভিনেত্রীর পোস্টে সকল অনুরাগী সহ বলিউডের বহু পরিচিত মুখ যথাক্রমে প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাস, অভিনেতা আরশাদ ওয়ারসি এবং তার স্ত্রী মারিয়া গোরেত্তি, আথিয়া শেট্টি প্রমুখেরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।