আজ অর্থাৎ মঙ্গলবার দক্ষিণবঙ্গের আটটি জেলা যথাক্রমে হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে যে, আগামী চার দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া, এমনটাই হাওয়া অফিস সূত্রে খবর।
সূত্র অনুযায়ী, আগামীকাপ অর্থাৎ বুধবার থেকে বৃষ্টির দাপট আরো বাড়বে। এমনকি ঝড়ের পাশাপাশি শুরু হবে ভারী বর্ষণ। হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিা, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত এই জেলাগুলির পাশাপাশি বর্ধমান এবং বীরভূমেও ভারী বৃষ্টি চলবে বলেই জানা গেছে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামীকাল অর্থাৎ ২৫শে জুন ও পরশু অর্থাৎ ২৬শে উপকূলীয় অঞ্চলে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী ২৫ ও ২৬ শে জুন, সমুদ্র উত্তাল থাকবে বলেই হাওয়া অফিস সূত্রে খবর। ওই দুইদিন মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে।
উল্লেখ্য, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও গোটা সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই খবর। আজ অর্থাৎ মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং উত্তর দিনাজপুরে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এরপর বুধবার তেমন বৃষ্টিপাত না হলেও আগামী বৃহস্পতিবার থেকে ফের শুরু হবে ভারী বৃষ্টি। বিশেষত দার্জিলিং ও কালিম্পঙে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং ঠিক তার পরের দিন অর্থাৎ শুক্রবার থেকে ভারী বৃষ্টি শুরু হবে বাকি জেলাগুলিতে। জানিয়ে রাখি, গত সোমবার কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম এবং আজ অর্থাৎ মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৪ ডিগ্রি বেশি।