সোমবার, ফেব্রুয়ারি ৩, ২০২৫
Homeখেলাক্রিকেটমহাকুম্ভের পর এবার দিল্লিতে কোহলিকে দেখতে ধাক্কাধাক্কিতে পদপিষ্ট বহু

মহাকুম্ভের পর এবার দিল্লিতে কোহলিকে দেখতে ধাক্কাধাক্কিতে পদপিষ্ট বহু

গত মঙ্গলবার প্রয়াগরাজে মহাকুম্ভের মেলাপ্রাঙ্গণে মৌনী অমাবস্যায় ‘শাহি স্নান’ উপলক্ষে প্রবল ভিড়ের কারণে পদপিষ্ট হয়ে ৩০ জনের মৃত্যু হয়েছে। আর ঠিক তার পর পরই পদপিষ্ঠের ঘটনা ঘটলো দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। আসলে দীর্ঘ ১৩ বছর পর ফের রঞ্জি খেলছেন বিরাট কোহলি। আর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে তাকে দেখতে ভিড় একেবারে উপচে পড়ে। সকলকে মধ্যে শুরু হয় ধাক্কাধাক্কি, যার জেরে পদপিষ্ট হয়ে আহত হয়েছেন বহু। খেলা চলাকালীন মাঠেও ঢুকে পড়েন এক যুবক। কোনোরকমে পরিস্থিতি সামলেছে প্রশাসন।

 

বেশি সংখ্যক মানুষ যাতে কোহলির খেলা দেখতে পারেন, সেই জন্যদিল্লি ক্রিকেট সংস্থা, রঞ্জি ম্যাচের কোনো টিকিট রাখেনি। যার কারণে সকাল ৮টা থেকেই স্টেডিয়ামের বাইরে ভিড় জমতে শুরু করে। সর্বমোট তিনটি গেট দিয়ে দর্শকদের মাঠে ঢোকার ব্যবস্থা করা হয়েছিল। আর এক একটি গেটের বাইরে ভিড়ও ছিল সাংঘাতিক পরিমাণে। এরপর ঠিক সকাল ৯টা নাগাদ গেট খোলা হয়। তবে, অনেকের কাছে টিকিট না থাকায় তারা আগে আগে মাঠে ঢুকে ভালো জায়গা দখল করে বসার চেষ্টা করতে গিয়েই শুরু হয় হুড়োহুড়ি। এর ধাক্কাধাক্কির জেরে লাইনের সামনের দিকে থাকা দর্শকেরা বেশ সমস্যায় পড়েন।

অনেকে মাটিতে পড়ে যান এবং তাদের উপর দিয়ে কিছু দর্শক যাওয়ার চেষ্টা করলে পদপিষ্ট হয়ে অনেকে আহত হন। নিরাপত্তারক্ষীরা রীতিমতো হিমশিম খান পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। জানা গেছে যে, এক জন নিরাপত্তারক্ষীও আহত হন ওই সময়। এই ঘটনায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। এরপর পুলিশের বাইক ভাঙচুর করা হয়। এই ভিড় সামলাতে একটি গেট খোলা হয়। যারা আহত হন তাদের উদ্ধার করে মাঠে চিকিৎসা হয় এবং অনেককে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। এরপর এক যুবক, ম্যাচ শুরু হওয়ার পরে স্লিপে দাঁড়িয়ে থাকা কোহলিকে ছুঁতে মাঠে নেমে কোহলিকে প্রণাম করেন। এরপরে নিরাপত্তারক্ষীরা তাকে ধরে বাইরে নিয়ে যান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments