সোমবার, ফেব্রুয়ারি ৩, ২০২৫
Homeকলকাতাএকটানা ৪ দিন বন্ধ থাকবে বালি ব্রিজ, চলবে রেলসেতু সারাইয়ের কাজ, বন্ধ...

একটানা ৪ দিন বন্ধ থাকবে বালি ব্রিজ, চলবে রেলসেতু সারাইয়ের কাজ, বন্ধ যান চলাচল

বালি ব্রিজ অর্থাৎ বিবেকানন্দ সেতুতে চলবে রেললাইন রক্ষণাবেক্ষণের কাজ। সেই কারণে চলতি মাসেই একটানা চার দিনের জন্য বন্ধ থাকবে বালি ব্রিজ এর এক দিকের লেন। এর ফলে দক্ষিণেশ্বর থেকে বালির দিকে যাওয়া ভারী গাড়িগুলিকে নিবেদিতা সেতু দিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়া হবে। পুলিশ সূত্রে খবর, বালি থেকে দক্ষিণেশ্বরের দিকে যাওয়া লেনটিতে যান চলাচল স্বাভাবিক থাকবে। আগামী ২২শে জানুয়ারি বুধবার রাত ১২টায় সেতুর বালিমুখী লেন বন্ধ করা হবে এবং ২৭শে জানুয়ারি সোমবার ভোর ৪টে পর্যন্ত ওই লেন ধরে যান চলাচল বন্ধ থাকবে বলে খবর।

এই কারণেই ওই সময় এক দিকের লেনে যান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলের তরফে আগেই জানানো হয়েছে যে, বালিঘাট এবং বালি হল্ট স্টেশনের মাঝখানে একটি সেতুতে গার্ডার পরিবর্তন এবং ব্যালাস্ট লাইন বসানোর জন্য চলতি বছরের ২২শে জানুয়ারি রাত ১২টা থেকে চলতি বছরের ২৭শে জানুয়ারি ভোর ৪টে পর্যন্ত শিয়ালদহ-ডানকুনি শাখায় ট্রেন চলাচল করবে না। ২২ জোড়া ডানকুনি লোকাল ট্রেন বাতিল করা হবে ওই সময়। এমনকি, ওই চার দিন বেশ কয়েকটি এক্সপ্রেসও বাতিল থাকবে বলে জানানো হয়েছে, যার মধ্যে রয়েছে কলকাতা-পটনা গরিবরথ, তেভাগা এক্সপ্রেস, শিয়ালদহ-সিউড়ি এক্সপ্রেস, ডিব্রুগড়-কলকাতা এক্সপ্রেস, শিয়ালদহ-জঙ্গিপুর রোড এক্সপ্রেস, শিয়ালদহ-আসানসোল ইন্টারসিটি, কলকাতা-বালুরঘাট এক্সপ্রেস এবং কলকাতা-হলদিবাড়ি এক্সপ্রেস ইত্যাদি।

পুলিশ এক্ষেত্রে সাধারণ মানুষের সুবিধার জন্য সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত দুই চাকা এবং তিন চাকার যান চলাচলে ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করে দেখছে। বালি ব্রিজ ধরে দক্ষিণেশ্বর থেকে বালির দিকে এই সময়ে কোনো ট্রাক, বাস বা কোনো ভারী গাড়ি যেতে পারবে না। নিত্যযাত্রীরা এর ফলে অসুবিধার সম্মুখীন হতে পারেন। এই বিষয়ে পুলিশ এবং রেল কর্তৃপক্ষের মধ্যে আলোচনাও হয়েছে বলেও খবর। এই বিষয়ে দ্রুত সিদ্ধান্তের কথা জানিয়ে নির্দেশিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments