সোমবার, ফেব্রুয়ারি ৩, ২০২৫
Homeকলকাতাফের কলকাতার অগ্নিকাণ্ড, হাঙ্গারফোর্ড স্ট্রিটের বহুতলে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে

ফের কলকাতার অগ্নিকাণ্ড, হাঙ্গারফোর্ড স্ট্রিটের বহুতলে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে

আগুনের দাপট যেনো বারবার কলকাতার বুকে আছড়ে পড়ছে। আবারো কলকাতায় ঘটেছে বিধ্বংসী অগ্নিকাণ্ড।শুক্রবার দুপুরে কলকাতার হাঙ্গারফোর্ড স্ট্রিটের একটি বহুতলে আগুন লাগার ঘটনায় গোটা এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানা গেছে যে, মিন্টো পার্কের কাছাকাছি অবস্থিত হাঙ্গারফোর্ড স্ট্রিটের বহুতলে অনেক মানুষই বসবাস করেন। ওই আবাসনের কাছে স্কুল এবং একাধিক হাসপাতাল রয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় দমকলবাহিনী। শুরু হয় উদ্ধারকাজ। দমকলের ছয়টি ইঞ্জিনের সাহায্যে আগুন নেভানোর কাজ চলছে। আবাসিকদের একে একে বার করে আনা হচ্ছে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এখনো পর্যন্ত। এমনকি কোনোরকম আর্থিক ক্ষতির পরিমাণ জানা যায়নি। সংশ্লিষ্ট আবাসনের বাসিন্দারা জানান যে, হয়তো বা শর্টসার্কিট থেকে এই আগুন লেগেছে। বিদ্যুৎবাহী তার পুড়ে যাওয়ার গন্ধ পেয়ে অনেকে বাইরে আসেন।

ঠিক তার কিছু ক্ষণের মধ্যে আবাসনটির ছাদ কালো ধোঁয়ায় ঢেকে যায় বলে জানান আবাসিকরা। এরপর দমকলে খবর দেওয়া হয়।দমকলবাহিনী সূত্রে খবর, বর্তমানে ওই আবাসনের বাসিন্দাদের বার করে আনা হয়েছে এবং এখনো কেউ আটকে রয়েছেন কিনা তা দেখা হচ্ছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন খানিক নিয়ন্ত্রণে এসেছে। আগুন কীভাবে লেগেছে তা এখনো স্পষ্ট নয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments