বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
Homeখেলাক্রিকেটআবেদন খারিজ হলো গম্ভীরের! বড় ধাক্কা পেলেন কাজ শুরুর আগেই, জানুন

আবেদন খারিজ হলো গম্ভীরের! বড় ধাক্কা পেলেন কাজ শুরুর আগেই, জানুন

কাজ শুরু করেই বড় ধাক্কা পেলেন গম্ভীর। আসলে রাহুল দ্রাবিড়, টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরেই নিজের দায়িত্ব ছেড়ে দেন। তাঁর জায়গায় ভারতীয় দলের কোচ করা হয় গম্ভীরকে। তবে, গম্ভীরের সহকারী কারা হবেন, সেই নিয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। গৌতম গম্ভীর এখন বেছে নেবেন ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং কোচ, কিন্তু ফিল্ডিং কোচ হিসাবে তিনি যার নাম প্রস্তাব করেছিলেন, বোর্ড তাকে সরাসরি নাকচ করে দিয়েছে। সহকারী বেছে নেওয়ার ক্ষেত্রে গম্ভীরকে শর্ত দেওয়া হয়েছে বলে শোনা গেছে। জানা যায় যে, গম্ভীর ফিল্ডিং কোচ হিসাবে জন্টি রোডসের নাম প্রস্তাব করেছিলেন, কিন্তু বোর্ড তা মেনে নেয়নি।

সূত্র অনুযায়ী, বোর্ড গম্ভীরের সহকারী হিসাবে ভারতীয় কোচদেরই চাইছে। পূর্বে দ্রাবিড়ের সহকারী হিসাবে ছিলেন ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর, বোলিং কোচ পরশ মামব্রে এবং ফিল্ডিং কোচ টি দিলীপ। তাদের সকলেরই মেয়াদ শেষ হয়েছে। দ্রাবিড়ের মতো গম্ভীরের সব সহকারীও ভারতীয় হোন, এমনটাই চাইছে বোর্ড। তবে, সেক্ষেত্রে বোর্ড চাইলে টি দিলীপকে ফিল্ডিং কোচ হিসাবে রেখে দিতে পারে। দ্রাবিড় দায়িত্ব ছাড়ার পর রোহিত শর্মাদের হেড কোচ হিসাবে কোনো ভারতীয়কেই চাইছিল বোর্ড। আর এবার তার সহকারী হিসাবেও ভারতীয়দের চাইছে বোর্ড। গম্ভীরকে কোচ করার সময় বোর্ড জানিয়েছিল যে, গম্ভীর যাদের বেছে নেবেন, তাদেরকেই দায়িত্ব দেওয়া হবে, কিন্তু এবার শুরুতেই ধাক্কা খেলেন গম্ভীর।

বিদেশি কোচ চাওয়ায় বোর্ড তাঁর আবেদনকে নাকচ করে দেয়। তবে, এর আগে দ্রাবিড় এবং রবি শাস্ত্রী নিজেদের সহকারী হিসাবে যাদের চেয়েছেন, তাদেরই পেয়েছেন। ব্যতিক্রম ঘটলো গম্ভীরের বেলাতেই। গম্ভীরকে ২০২৭ সাল পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এমন একটি দলের দায়িত্ব নিয়েছেন, যারা সদ্য বিশ্বকাপ জিতেছে। পরের বছর চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। তারপর আরো একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে হবে। ২০২৭ সালে এক দিনের বিশ্বকাপ রয়েছে। এর পাশাপাশি পরের বছর রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ক্রিকেটার হিসাবে টি-টোয়েন্টি এবং এক দিনের বিশ্বকাপজয়ী গম্ভীর চাইবেন কোচ হিসাবেও একাধিক ট্রফি জিততে, আবার সমর্থকেরা আশা করবেন দল জয়ের খেতাব ধরে রাখবে। তাই কোচ হিসেবে গম্ভীরের দায়িত্ব যেমন বেশি, আর তাঁর কাজটা বেশ কঠিন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments