মহাদেব অনলাইন গেমিং অ্যাপের গড়াপেটা কাণ্ডে গত বছর থেকেই নাম জড়িয়েছে একাধিক বলিউড তারকাদের। এবার ছত্রিশগড় থেকে গ্রেফতার করা হলো অভিনেতা সাহিল খানকে।
কয়েকদিন আগে মুম্বাইয়ের উচ্চ আদালত অভিনেতার জামিনের আবেদন খারিজ করে দেয়। তারপর থেকেই পলাতক অভিনেতা। গতবছর অনলাইন গেমিং অ্যাপ গড়ার পেটার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বেশ কয়েকবার তাকে জিজ্ঞাসা করেছিল পুলিশ।
অভিনেতা সোহেল খান বড় মাপের কোন অভিনেতা না হলেও স্টাইল, এক্সকিউজ মি সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করে বেশ ভালই দর্শকদের নজরে এসেছিলেন তিনি। অনলাইন গেমিং অ্যাপের মাধ্যমে গড়াপেটা কাণ্ডে অভিযুক্তের তালিকায় মোট ৩১ জন নামজাদা ব্যক্তিত্বদের মধ্যে তিনি অন্যতম।
অভিনেতার বিরুদ্ধে অভিযোগ, এই অ্যাপের মাধ্যমে তিনি বিপুল অংকের অর্থ উপার্জন করেছেন। ৩১ জনের মধ্যে ২৬ নম্বর এ রয়েছেন তিনি। মোট ১৫ হাজার কোটি টাকা প্রতারণার দায় রয়েছে তার ঘাড়ে। তবে এই ঘটনায় সাহিল বলেছেন, একজন তারকা হিসাবে তিনি শুধুমাত্র ব্রান্ড প্রোমোটার হিসেবে কাজ করেছিলেন। মহাদেব ব্যাটিং অ্যাপ কেলেঙ্কারি সম্পর্কে তিনি কিছুই জানেন না।
এই প্রসঙ্গে বিচারপতি এসভি কোতোয়ালের সিঙ্গেল বেঞ্চ জানিয়েছেন, এই অ্যাপের গোটা কার্যকলাপ পুরোটাই বেআইনি। এই অর্থ উপার্জন করার জন্য ভুয়ো ব্যাংক অ্যাকাউন্ট, ভুয়ো সিম কার্ড ব্যবহার করা হয়েছে। অভিযুক্ত সকলের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে এবং তদন্ত করা হবে বলে জানানো হয়েছে আদালতের তরফ থেকে।