হঠাৎ করে বঙ্গোপসাগরে ঢুকে গেল চীনের নজরদারি জাহাজ। সমুদ্রের বুকে বিভিন্ন জাহাজের ওপর নজরদারি চালানো ওয়েবসাইটের তরফ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই শিয়াং – ইয়াং – হং ১ নামক এই জাহাজটি ইতিমধ্যেই বঙ্গোপসাগরের উদ্দেশ্যে রওনা হয়েছে। মনে করা হচ্ছে, ভারতের পূর্ব উপকূলে নজরদারি চালানোর জন্য চীন এই জাহাজটা কে পাঠিয়েছে কিন্তু এখনো বেজিংয়ের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কোন খবর জানানো হয়নি।
এমনিতেই বঙ্গোপসাগর ধরে এগুলো জাহাজের এই গতিপথ হতে পারে শ্রীলংকা, তাই সন্দেহ আরো বেশি ঘনীভূত হয়েছে। তবে জাহাজের গন্তব্য ঠিক কোথায় তা সঠিকভাবে জানা যায়নি। যদিও শ্রীলঙ্কার রনিল বিক্রম সিংহের সরকার জানিয়েছে, এক বছর তারা দেশের কোন বন্দরে নজরদারি কোন জাহাজকে ঠাঁই দেবে না। কলম বকে চাপ দিয়ে চীন সে দেশের বন্দরে তাদের জাহাজকে পাঠাতে চাইছে কিনা সেটা নিয়েও জল্পনা কল্পনা শুরু হয়েছে।।
মালদ্বীপের রাজধানী মালের বন্দরে গিয়েছে এই জাহাজটি। এর মধ্যেই মালদ্বীপ এবং চীনের ঘনিষ্ঠতা এবং মালদ্বীপ এবং ভারতের যে শত্রুতার কথা সামনে উঠে এসেছে তারপর এই যুদ্ধজাহাজটির গতিবিধি কিছুটা হলেও যে ভারতের ওপর চাপ সৃষ্টি করবে তা বলাই বাহুল্য।