বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
Homeখেলাক্রিকেটইংরেজ ক্রিকেটারকে ধাক্কা দেওয়ায় শাস্তি পেলো যশপ্রীত বুমরা! জানুন বিস্তারিত

ইংরেজ ক্রিকেটারকে ধাক্কা দেওয়ায় শাস্তি পেলো যশপ্রীত বুমরা! জানুন বিস্তারিত

তবে এবার ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস চলাকালীন ঘটে গেলো এক ঘটনা। এবার আর হার-জিতের মধ্যেই সীমাবদ্ধ থাকল না ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট। মাঠের মধ্যে ইংরেজ ক্রিকেটার ওলি পোপকে ধাক্কা দেওয়ায় শাস্তি পেতে হয়েছে যশপ্রীত বুমরাকে। এমনকি তাঁর পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা, বুমরাকে সতর্কও করেছে। আসলে ৮১তম ওভারে বল করছিলেন বুমরা।

ঠিক সেই সময় পোপ একটি বলে রান নেওয়ার চেষ্টা করেন। তখনই বুমরা তাঁর দৌড়নোর পথে চলে আসেন। যার ফলে পোপের সঙ্গে তাঁর ধাক্কা লাগে। সেই সময় ইংরেজ ব্যাটার বিরক্তি প্রকাশ করেন। যদিও ইংরেজ দল এই নিয়ে কোনরকম অভিযোগ জানায়নি, তবে এই বিষয়টি ভাল ভাবে নেননি মাঠের দুই আম্পায়ার যথাক্রমে পল রাইফেল ও ক্রেস গ্যাফেনি। তাঁদের মনে হয়েছে, ভারতীয় খেলোয়াড় বুমরা একেবারে ইচ্ছাকৃত ভাবে পোপকে ধাক্কা দিয়েছেন।

তাঁরা বিষয়টি তৃতীয় আম্পায়ার মারেস এরাসমাস ও চতুর্থ রেফারি রোহন পণ্ডিতকে জানান। তাঁরা রিপোর্টে এই ঘটনার উল্লেখ করায় বুমরাকে শাস্তি পেতে হয়। আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে যে, বুমরার এক পয়েন্ট কেটে নেওয়া হয়েছে, এর পাশাপাশি তাঁকে দুই বছরের জন্য সতর্ক করা হয়েছে। বলা হয়েছে যে, আগামী দুই বছরের মধ্যে বুমরা যদি এই একই ধরনের কোনো অপরাধ করেন, তবে তাঁকে কড়া শাস্তির সম্মুখীন হতে হবে। বুমরা বিষয়টি জানতে পেরে নিজের অপরাধ স্বীকার করে নেন। তাই তাঁকে আর শুনানিতে ডাকা হয়নি। হায়দরাবাদে প্রথম টেস্টের পর ২রা ফেব্রুয়ারি থেকে বিশাখাপত্তনমে শুরু হবে দ্বিতীয় টেস্ট। এখন সেখানে সমতা ফেরানোর লক্ষ্যে নামবেন রোহিত শর্মা বাহিনী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments