আরো একবার খবরে শিরোনামে উঠে এলেন সংগীত শিল্পী মহিনুল আহসান নোবেল। বৃহস্পতিবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ কালিয়া উপজেলার বরদিয়ার বিদ্যুৎ অফিস সংলগ্ন একটি এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন এই সঙ্গীতশিল্পী। স্থানীয় বাসিন্দারা সংগীত শিল্পীকে মদ্যপ অবস্থায় রাস্তা থেকে উদ্ধার করেন বলে জানা গেছে।
হাসপাতালে নিয়ে যাবার সময় কিছু অসংলগ্ন কথা বলতে শুরু করেন গায়ক, যা থেকে বোঝা যায় তিনি মোটেই সুস্থ অবস্থায় নেই। প্রতিবেদন অনুযায়ী জানা গেছে, নোবেল নাকি কোন আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন এবং সেখান থেকে ফেরার পথেই ঘটে এই দুর্ঘটনা। মধ্যপঅবস্থায় গাড়ি চালানোর কারণে নোবেলকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছিল যদিও পড়ে জামিনে ছাড়া পেয়ে যান তিনি।
এর আগেও বহুবার বিতর্কে জড়িয়েছিলেন নোবেল। ভারতকে উদ্দেশ্য করে অশালীন কথাবার্তা বলার জন্য ভারতের ভিসা ক্যানসেল হয়ে যায় এই সংগীতশিল্পীর। কয়েকদিন আগেও ফেসবুক স্টরি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। নোবেলের স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহের কথা সামনে উঠে এসেছে বারবার।
ফেসবুক পোস্ট করে নোবেলের স্ত্রী লেখেন, সম্প্রতি কিছু ঘটনা আমাকে বারবার বিব্রত করেছে। আমি বারবার নোবেলকে মাদকদ্রব্য ছাড়ার জন্য চেষ্টা করি এবং চিকিৎসা করানোর জন্য জিজ্ঞেস করি কিন্তু ও কোনোভাবেই মাদকদ্রব্য ছাড়বে না বলেছে তাই অবশেষে ওকে ছেড়ে দেবার সিদ্ধান্ত গ্রহণ করি আমি