রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
Homeকলকাতামুছে গেল রোল নম্বর ২১, আলাদা ছিল সৌরনীল, জানালেন শিক্ষিকা

মুছে গেল রোল নম্বর ২১, আলাদা ছিল সৌরনীল, জানালেন শিক্ষিকা

section a, ক্লাস টু, রোল নাম্বার ২১। প্রতিদিন বরিশা প্রাথমিক স্কুলের শিক্ষিকারা সৌরনীল সরকারকে এভাবেই ডাকতে অভ্যস্ত ছিলেন। কিন্তু আজকের পর আর সেই শিশুটিকে ডাকা আর হবে না। রোল নম্বর ২১ বললেই আর জবাবে কেউ বলবে না, ইয়েস মিস। আগামী ২৫ আগস্ট জন্মদিন উপলক্ষে কি কি করবে তা এখন থেকেই ভেবে রেখেছিল সেই ছোট্ট খুদে। কিন্তু চোখের নিমিষে সবকিছু শেষ হয়ে যাবে তা হয়তো ভাবতে পারেনি সে নিজেও।

শুক্রবার অর্থাৎ তাজ সকালে স্কুল আসার পথে বেহালা চৌরাস্তার মোড়ে বরিশা হাই স্কুলের ঠিক সামনে বাবার সঙ্গে স্কুলে যাচ্ছিল ছোট্ট সৌরনীল। হঠাৎ করেই একটি লরির ধাক্কায় রাস্তায় লুটিয়ে পড়ে ছোট্ট ক্ষুদে। সঙ্গে সঙ্গে মৃত্যু হয় তার। গুরুতর আহত হন সৌরনীলের বাবা। ঘটনায় সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা থেকে অভিভাবক সকলেই। রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা।

মৃত সেই শিশুটির স্মৃতি রোমন্থন করে শিক্ষক শিক্ষিকারা বলেন, পড়ার প্রতি প্রচুর আগ্রহ ছিল তার। অন্য কেউ জিজ্ঞাসা না করলেও সে জিজ্ঞাসা করতো পড়াশোনার বিষয়ে অনেক কিছু কথা। পড়াশুনোর তাগিদ সবথেকে বেশি ছিল সৌরনীলের মধ্যে। স্বাভাবিকভাবেই এই শোক মেনে নিতে পারছেন না কেউ।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষা অর্জুন রায় জানিয়েছেন, স্কুল কলেজের পক্ষ থেকে বারবার স্কুলের সামনে রাস্তার উপরে পুলিশি নজরদারির করার জন্য আবেদন জানিয়েছিলাম কিন্তু কোন ব্যবস্থা নেওয়া হয়নি। পাশে দুটি বেসরকারি স্কুলে পুলিশের ব্যবস্থা নেওয়া হলেও আমাদের সরকারি স্কুলে কোন পুলিশি ব্যবস্থা আজ পর্যন্ত নেওয়া হয়নি। এর আগেও এক ছাত্রী দুর্ঘটনার কবলে পড়েছিল কিন্তু তাকে আমরা ফেরত পেয়েছিলাম। কিন্তু আজকের ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারছি না আমরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments