স্বামীর হয়ে মহিলা কর্মীদের সঙ্গে ভোট প্রচার করে বাড়ি ফিরেছিলেন তিনি। সেই সময় হঠাৎ করে তার ওপর অতর্কিত হামলা চালানোর অভিযোগ করলেন কংগ্রেস প্রার্থীর স্ত্রী। মহিলা কংগ্রেস প্রার্থী সহকর্মীদের বাঁশ, লোহার রড দিয়ে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে খোদ তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। ঘটনার জেরে আহত হয়েছেন মোট তিন মহিলা কংগ্রেস কর্মী।
মহিলা কর্মীদের নিয়ে যাওয়া হয়েছে বেলডাঙা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। অন্যদিকে কংগ্রেস প্রার্থী স্ত্রীর শারীরিক অবস্থা ভালো না হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। যদিও এর মধ্যেই তৃণমূল প্রার্থী তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে দিয়েছেন।
স্থানীয় সূত্রের খবর অনুযায়ী,, শনিবার রাত আটটা নাগাদ ১০ জন মহিলা কর্মীকে সঙ্গে নিয়ে স্বামীর হয়ে ভোট প্রচার করছিলেন বেলডাঙ্গার ভাবদা গ্রাম পঞ্চায়েতের ১৫৩ নম্বর বুথের কংগ্রেস প্রার্থী সিরাজুল হকের স্ত্রী রুপা পারভিন। বাড়ি ফেরার পথে তৃণমূল প্রার্থী আনোয়ার আলীর নেতৃত্বে কম বেশি ১৫ জন তৃণমূল কর্মী হঠাৎ করেই তাদের ওপর চড়াও হয়।
লোহার রড এবং বাঁশ দিয়ে হামলা চালান তারা। হামলার ফলে মাথা ফেটে যায় রুপার। আহতহান দুই মহিলা কংগ্রেস কর্মী। আহত কংগ্রেস প্রার্থী স্ত্রীর কথায়, প্রথম থেকেই বোমা বন্দুক নিয়ে ভয় দেখানো হচ্ছিল তাদের। সমস্ত ভয় অতিক্রম করে তিনি ভোট প্রচার করেছিলেন স্বামীর হয়ে। সেই সময় হঠাৎ করেই তৃণমূল প্রার্থী আনোয়ার আলীর নির্দেশে বেশ কয়েকজন তাদের উপর হামলা করেন।
এই প্রসঙ্গে অভিযুক্ত তৃণমূল প্রার্থী আনোয়ার আলী সজলের দাবি, ওই সময় অন্য জায়গায় প্রচারে ব্যস্ত ছিলেন তিনি। তিনি ঘটনাস্থলে একেবারেই ছিলেন না। বদনাম করতে পরিকল্পিত চক্রান্ত করেছে কংগ্রেস প্রার্থী।