হাইকোর্টের নির্দেশে আপাতত অনেকটাই স্বস্তিতে অমর্ত্য সেন। আগামী ১০ই মে দুপুর ২টোর সময় জেলা আদালতে তাঁর জমি সংক্রান্ত যে মামলাটি রয়েছে তার শুনানি হওয়ার কথা রয়েছে। তাই কলকাতা হাই কোর্ট জানিয়েছে যে ওই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিশ্বভারতী কর্তৃপক্ষ অমর্ত্য সেনের জমি সম্পর্কিত বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহন করতে পারবে না। এমতাবস্থায় অনেকের মনে প্রশ্ন জাগতে পারে বিশ্বভারতী কর্তৃপক্ষ অমর্ত্য সেনের ওপর জমি সংক্রান্ত মামলাটি ঠিক কি?
বিশ্বভারতীর কর্তৃপক্ষের দাবি অমর্ত্য সেন বিশ্বভারতীর ১৩ ডেসিমেল জমি দখল করেছেন যে কারণে অমর্ত্য সেনকে তাঁরা ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছিল, তার মধ্যে যাতে তিনি জমি খালি করে দেন তেমন নোটিশই পাঠিয়েছিলেন। তাতে এটিও জানানো হয়েছিল যদি তিনি স্বেচ্ছায় জমি খালি করে না দেন তাহলে বলপূর্বকও তা ফেরত নেওয়া হবে। আগামী ৫ই মে বিশ্বভারতী কর্তৃপক্ষের দেয়া সময়সীমা শেষ হতে যায় কিন্তু তার আগেই মুখ্যমন্ত্রীর নির্দেশে আদালত নির্দেশ জারি করে দেয়। এর আগে একাধিকবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবারও তার অন্যথা হয়নি।
তিনি আগামী ৬ই ও ৭ই মে অমর্ত্য সেনের বাড়ির পাশে অবস্থানবিক্ষোভের ডাক দিয়েছেন যে কারণে অমর্ত্য সেনের বাড়ি প্রতিচীর পাশে মঞ্চ বাঁধার কাজও প্রায় শেষের পথে।বাউল শিল্পীদের নিয়ে সেখানে শান্তিপূর্ণ অবস্থানে বসার ডাক দিয়েছেন তিনি। বিচারপতি বিভাসরঞ্জন দের নির্দেশের ওপর যে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট তা আগামী দিনে কোন দিকে মোড় নেয় তার দিকে নজর থাকবে আমাদের সকলে।