মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪
Homeদেশউল্টো রথে রথে আগুন লেগে মৃত্যু ৬ ভক্তের, আহত কমপক্ষে ১৫

উল্টো রথে রথে আগুন লেগে মৃত্যু ৬ ভক্তের, আহত কমপক্ষে ১৫

উল্টো রথের দিন ত্রিপুরায় রথে আগুন লেগে মৃত্যু হল ৬ ভক্তের। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। ত্রিপুরার কুমার ঘাটে বুধবার বিকেল চারটে নাগাদ উল্টো রথ যাত্রা সময় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। রচনা সময় রথের চূড়া একটি বৈদ্যুতিক তারে স্পর্শ করলে রথে আগুন লেগে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ছয়জনের, আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

একটি সরকারি সংবাদ মাধ্যম থেকে খবর পাওয়া গেছে, উল্টো রথযাত্রা উপলক্ষে কুমার ঘাটে জড়ো হয়েছিলেন বহু মানুষ। প্রায় হাজার মানুষের বেশি ভক্ত রথের দড়ি ধরে টানছিলেন সেই সময়। হঠাৎ করে ১৩৩ কিলো ভোল্টের বৈদ্যুতিক তার রথের চূড়া স্পর্শ করলে এই বিপত্তি ঘটে যায়।

ঘটনায় শোক প্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি সমাজ মাধমে পোস্ট করে লিখেছেন, কুমার ঘাটি উল্টোরথ চলাকালীন একটি মর্মান্তিক দুর্ঘটনায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। অনেকে আহত হয়েছেন। এই ঘটনায় আমি ভীষণ ভাবে মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments