শনিবার, অক্টোবর ১২, ২০২৪
Homeবিদেশপ্ল্যানচেটের উত্তর আসতেই হাসপাতালে ভর্তি করাতে হল ২৮ জনকে

প্ল্যানচেটের উত্তর আসতেই হাসপাতালে ভর্তি করাতে হল ২৮ জনকে

বেশ কিছুদিন ধরেই পরিকল্পনা চলছিল অশরীরী আত্মার সঙ্গে সরাসরি কথা বলার। কিন্তু সঠিক উপকরণ এবং সঠিক জায়গার অভাবে পরিকল্পনা সফল হচ্ছিল না। শেষ পর্যন্ত সেই দিন এলো, যেদিন পরিকল্পনা সফল করার চেষ্টা করলে কলম্বিয়ার একটি স্কুলের প্রায় ২৮ জন পড়ুয়া। কিন্তু কি ঘটনা ঘটলো তারপর যার ফলে সেই প্রত্যেক ছাত্র-ছাত্রীকে ভর্তি করাতে হল স্থানীয় মিনিসিপালিটি হাসপাতালে?

সামনে থেকে ভূত দেখার শখ অনেক দিনের। তাই ক্লাসের সমস্ত বন্ধুরা মিলে প্ল্যানচেট করার সিদ্ধান্ত নিয়েছিল। পরিকল্পনা মাফিক স্কুলের ছাদের ঘরে উপস্থিত হয়ে প্রত্যেকে। উপকরণ হিসেবে নিয়ে আসা হয় কয়েকটি মোমবাতি আর একটি ওউজা বোর্ড। এই বোর্ড তৈরি করা হয় ১৮৮৬ সালে আমেরিকায়। এই বোর্ড কাজে লাগিয়ে নাকি মৃত আত্মাদের সঙ্গে যোগাযোগ করা হতো।

এমনই কিছু একটা করতে গিয়ে উদ্বেগ এবং তীব্র উত্তেজনা সামলাতে না পেরে অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রছাত্রীরা। ঘটনাটি কর্তৃপক্ষের নজরে আসতেই তড়িঘড়ি তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর দেওয়া হয় তাদের অভিভাবকদেরও। স্বাভাবিকভাবেই নিজেদের সন্তানদের এহেন পরিকল্পনার কথা জানতে না অভিভাবকরা তাই সন্তানদের অসুস্থ হয়ে পড়ার খবর শুনে আতঙ্কিত হয়ে পড়েন তারা।

প্রত্যেক ছাত্রছাত্রী স্কুলে আসার আগে একেবারে সুস্থ ছিল তাই এমন কথা শুনে অসুস্থ হয়ে পড়ার কোন কারণ খুঁজে পাচ্ছিলেন না অভিভাবকরা। স্কুলে কি এমন ঘটনা ঘটলো যার ফলে এমন অবস্থা হয়ে গেল, তা নিয়েও স্কুল কর্তৃপক্ষের কাছে জবাব চেয়েছেন তারা। এখনো পর্যন্ত গোটা বিষয়টি নিয়ে কোন বিবৃতি দেওয়া হয়নি স্কুলের তরফ থেকে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments