শনিবার, অক্টোবর ১২, ২০২৪
Homeবিদেশরাসায়নিক কারখানায় বেআইনি বয়লার বিস্ফোরণে নিহত ১১, জানুন বিস্তারিত

রাসায়নিক কারখানায় বেআইনি বয়লার বিস্ফোরণে নিহত ১১, জানুন বিস্তারিত

বৃহস্পতিবার ডোম্বিবলির এমআইডিসি ফেজ-২-এ অমুদন কেমিক্যাল কোম্পানীর রাসায়নিক কারখানার ঘটা দুর্ঘটনায় মৃত্যু ঘটেছে ১১ জনের। পুলিশ মারফত জানা গেছে যে, বৃহস্পতিবার বিকেলে ঘটা ওই বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন মোট ৬০ জন, যাদের মধ্যে ২০ জন গুরুতরভাবে আহত হয়েছেন।বিস্ফোরণের জেরে গোটা এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

কারখানার কয়েক কিলোমিটার দূরের এলাকাতেও ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙে পড়ে কিছু কিছু বাড়ির অংশ। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ফরেন্সিক বিশেষজ্ঞেরা জানিয়েছেন, মলয় মেহতা নামে এক ব্যবসায়ীর মালিকানাধীন ওই কারখানায়পাওয়া গেছে পেরোক্সাইড। যদি এই অতি প্রতিক্রিয়াশীল রাসায়নিকটি উপযুক্ত সাবধানতা এবং সরঞ্জাম ছাড়া ব্যবহার করা হয়, তবে ঘটতে পারে প্রাণঘাতী বিস্ফোরণ।

শুক্রবার মহারাষ্ট্র পুলিশ সূত্রে জানা গেছে যে, গত বৃহস্পতিবার ঠাণের ডোম্বিবলির রাসায়নিক কারখানায় যে বয়লারটি ফেটে আগুন ছড়িয়েছিল, সেটির কোনো লাইসেন্সই ছিল না। গত কয়েক বছরে ওই রাজ্যের রাসায়নিক কারখানাগুলিতে লাইসেন্সবিহীন বয়লারের ব্যবহার ক্রমশ বেড়েছে বলেই জানা গেছে। এমনকি পুলিশ সূত্রে আরো জানা গেছে যে, দামে সস্তা হওয়ার কারণেই রাসায়নিক কারখানাগুলির মালিকেরা ক্রমশ লাইসেন্সবিহীন বেআইনি বয়লারের দিকে বেশি করে ঝুঁকেছেন, যার ফলে ডোম্বিবলিতে গত কয়েক বছরে ঘটেছে একাধিক দুর্ঘটনা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments