[ad_1]
আজকাল বড় বড় রেস্টুরেন্টগুলোতে কাস্টোমারদের আকৃষ্ট করার জন্য বিভিন্ন অভিনব পদ্ধতিতে খাবার সার্ভ করা হয়ে থাকে। খাবারের স্বাদের সঙ্গে খাবার পরিবেশন করার ধরণও একটা রেস্টুরেন্টের সুনামের জন্য খুবই জরুরি। তাই ফাইন ডাইনের মাধ্যমে হোটেল বা রেস্টুরেন্টে খাবার সার্ভ করার পদ্ধতি গ্রাহকদের সেই দিকে আকর্ষণ করে।
সম্প্রতি টুইটারে শেয়ার করা একটি ভিডিওতে এই ফাইন ডাইনের ছবি ফুটে উঠেছে। ভিডিওটিতে দেখানো হয় একটি রেস্টুরেন্টে ওয়াইন গ্লাসে পাস্তা সার্ভ করা হচ্ছে। পাস্তা ভর্তি ওয়াইনের গ্লাসটি একটি প্লেটের উপর উল্টো করে রাখা আছে এবং ধীরে ধীরে সেটিকে পুল মি আপ স্টাইলে সরিয়ে নিয়ে পাস্তা প্লেটে সার্ভ করা হয়। উল্টানো গ্লাসের বেসে গ্রেট করা চিজ আনা হয় ।ভিডিওটি এখানে দেখুন-
this was so unnecessary i’m crying 😭 pic.twitter.com/kuG7xr1MSY
— chai ⵣ🇲🇦 (@proyearner) February 13, 2023
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Internet, Pasta, Restaurant, Twitter, Viral Video
[ad_2]
Source link