শনিবার, অক্টোবর ১২, ২০২৪
Homeবিনোদনমৃত্যুর সঙ্গে লড়ে জয়ী একরত্তি! প্রেম দিবসে তৃণা তার নাম দিলেন ভ্যালেন্টাইন

মৃত্যুর সঙ্গে লড়ে জয়ী একরত্তি! প্রেম দিবসে তৃণা তার নাম দিলেন ভ্যালেন্টাইন

[ad_1]

কলকাতা: প্রেমের দিবস নিজের মতো করে উদযাপন করত চান সকলেই। অভিনেত্রী তৃণা সাহা এই বিশেষ দিনটি কাটালেন একটু অন্য ভাবে। গড়িয়াহাটের মোড়ে খোলা আকাশের নীচে দুঃস্থ বাস্কিং শিল্পীর হাতে তুলে দিলেন নতুন গিটার আর তাঁর সদ্যজাত শিশুকে দিলেন কিছু উপহার। শুধু তাই নয় শিশুর নামও রাখলেন ‘ভ্যালেন্টাইন’। তৃণা জানান, মানবিক প্রেম তাঁর কাছে সবার আগে। আর এই মুহূর্তগুলিকে তিনি মনে রেখে দিতে চান।

পার্ক স্ট্রিট চত্বরে স্বামী-স্ত্রী গিটারে সুর তুলতেন ‘তারারা কত আলোক বর্ষ দূরে।’ বখশিসে সংসার চলত।  “কর্পোরেশনের লোকদের তাড়া খেয়ে গিটার পড়ে ভেঙে গেল। তারপর থেকে বেকার”, বললেন শিল্পী গৌতম গায়েন। পথই এখন ঠিকানা। এ দিকে বাঙালির ভ্যালেনটাইনস ডে সরস্বতী পুজোর দিন ফুটের সংসারে জন্ম নিল শিশুকন্যা। নাম দেওয়ার আগেই সে গুরুতর অসুস্থ।

গড়িয়াহাট ব্রিজের নিচে ভাঙা গিটার পড়ে থাকতে দেখে এক নৃত্যশিল্পী ইন্দ্রাণী গঙ্গোপাধ্যায় কৌতূহলের বশে সব জেনে পাশে থাকলেন। মাতৃসদনে ভর্তি করালেন সেই শিশুকে। ইন্দ্রাণী বলেন, “ফুটপাতে একটা ভাঙা গিটার। কৌতূহল মেটাতে গিয়ে ভালবাসায় পড়ে গেলাম। বাস্কিং করতেন দম্পতি।”

আরও পড়ুন: জনপ্রিয় টলি নায়কের সঙ্গে প্রেম অঙ্কুশের? বিয়ে না করা নিয়ে মুখ খুললেন ঐন্দ্রিলা!

আরও পড়ুন: অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ের আগেই ব্রেকআপ? আবীরের মধ্যস্থতায় এ কী বলে বসলেন নায়িকা!

এরপর যুদ্ধ। সেই যুদ্ধে সামিল ফুটপাথের বাইরের এক জন। “বাঁচানো নয় , মনে হল নিজে বাঁচার তাগিদেই যা কিছু করছি। আসলে ভাঙা গিটার, বাচ্চার নিষ্পাপ মুখ সব মিলিয়ে একটা কীসের যেন টান। এটাই হয়তো ভালবাসা”, বললেন ইন্দ্রাণী।

 

ভ্যালেন্টাইন ডে-তে ইন্দ্রাণী তাঁর ভ্যালেন্টাইন গায়েনকে একটি উপহার দিলেন। সঙ্গে ছিলেন তৃণা। তিনি আশ্বাস দিলেন সঙ্গে থাকার ভ্যালেন্টাইনস ডে-র সকালে এইরকম অভিজ্ঞতা সত্যিই স্মরণীয় হয়ে থাকবে। গৌতম ও চন্দ্রিমার সন্তানের নামকরণও হল ‘ভ্যালেন্টাইন’ গায়েন।

Published by:Sanchari Kar

First published:

Tags: Actress, Trina Saha, Valentines day

[ad_2]

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments