শনিবার, অক্টোবর ১২, ২০২৪
Homeবিনোদনফের বিয়ে জুহির প্রাক্তন স্বামী অভিনেতা সচিনের, ৫০ বছর বয়সে জীবনে নতুন...

ফের বিয়ে জুহির প্রাক্তন স্বামী অভিনেতা সচিনের, ৫০ বছর বয়সে জীবনে নতুন বসন্ত

[ad_1]

মুম্বই :  ৫০-এ পৌঁছে অভিনেতা সচিন শ্রফের জীবনে আরও একবার বসন্তের ছোঁয়া। ২৫ ফেব্রুয়ারি বিয়ে করলেন এই অভিনেতা। ছোট পর্দার জনপ্রিয় শো ‘তারক মেহতা কা উল্টা চশমা’-এ বর্তমানে অভিনয করছেন তিনি। বোনের বান্ধবীর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন গত ২৫ ফেব্রুয়ারি। সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন বিয়ের ছবি। বিয়ে এবং ককটেল পার্টির ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

এর আগে ২০০৯-এর ফেব্রুয়ারিতে সচিন বিয়ে করেছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জুহি পারমারকে। ‘কুমকুম-এক প্যায়রা সা বন্ধন’ ধারাবাহিকের কেন্দ্রীয় অভিনেত্রী জুহি কার্যত হয়ে উঠেছিলেন দর্শকদের পরিবারেরও সদস্য। তাঁর আসল পরিচয় চলে গিয়েছিল চরিত্রের নামের পরিচয়ের আড়ালে। মেগা সিরিয়ালের দর্শকরা তাঁকে চিনতেন কুমকুম নামেই।

আরও পড়ুন :  ফ্রিজ থেকে উদ্ধার নিহত মডেলের ছিন্ন পা, চা‍‍ঞ্চল্যকর এই ঘটনায় গ্রেফতার প্রাক্তন স্বামী, শ্বশুর এবং শাশুড়ি

অনস্ক্রিনের মতো অফস্ক্রিনও জুহি ছিলেন দর্শকদের মনের খুব কাছের। কিন্তু তাঁর দাম্পত্য দীর্ঘ হয়নি। বিয়ের দু বছর পর থেকে যে দাম্পত্য অশান্তির গুঞ্জন উঠেছিল, তা সত্যি হয় আরও কয়েক বছর পর। বিয়ের ৯ বছর পর ভেঙে যায় সচিন এবং জুহির বিয়ে। তাঁদের একমাত্র সন্তান, কন্যা সামাইরাকে বড় করে তুলেছেন জুহি একাই। সামাইরার বয়স এখন ১০ বছর। জুহি আর বিয়ে না করলেও দ্বিতীয় দাম্পত্যে পা রাখলেন তাঁর প্রাক্তন স্বামী, সচিন।

আরও পড়ুন :  চোখে চোখে অপলক মুহূর্ত থেকে মায়ের আদর, রইল কিয়ারা-সিদ্ধার্থর বিয়ের না দেখা অ্যালবাম

দশক পেরিয়ে এখনও টেলিভিশনে অভিনয় করছেন জুহি। পাশাপাশি অভিনয় নিয়ে ব্যস্ত সচিনও। দর্শক তাঁকে মনে রেখেছেন ‘হর ঘর কুছ কহেতা হ্যায়’, ‘নাগিন’, ‘সিন্দুর তেরা নাম কা’, ‘সাত ফেরে-সালোনি কা সফর’, ‘নাম গুম জায়েগা’, ‘সগুন’-সহ আরও একাধিক ধারাবাহিকের জন্য।

Published by:Arpita Roy Chowdhury

First published:

Tags: Bollywood, Juhi Parmar

[ad_2]

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments