রবিবার, অক্টোবর ৬, ২০২৪
Homeপ্রযুক্তিপ্রায় ৬০ বছরে প্রথমবার পালটাল Nokia-র 'আইকনিক লোগো', ফোনের ‘ছোটোবেলা’-য় নয়া রং

প্রায় ৬০ বছরে প্রথমবার পালটাল Nokia-র ‘আইকনিক লোগো’, ফোনের ‘ছোটোবেলা’-য় নয়া রং

[ad_1]

প্রায় ৬০ বছরে প্রথমবার নিজেদের আইকনিক লোগো পালটে ফেলল নোকিয়া। সুইডিশ ফোন প্রস্তুতকারক সংস্থার লোগোয় যে আগে হাত ছিল এবং পুরোপুরি নীল রঙে লেখা ‘NOKIA’ থাকত, তা পালটে গিয়েছে। এখন নয়া লোগোয় একগুচ্ছ রং ব্যবহার করা হয়েছে। ‘NOKIA’ লেখার স্টাইলও পরিবর্তিত হয়েছে। হাতের পরিবর্তে একটা বন্ধনের মতো তৈরি করেছে নোকিয়া। 

নোকিয়ার নয়া লোগোয় কী কী আছে? পাঁচটি আলাদা আকৃতি মিলিয়ে ‘NOKIA’ তৈরি করা হয়েছে। আইকনিক নীল রং বাদ দিয়ে একগুচ্ছ রং ব্যবহার করেছে নোকিয়া। কোনও নির্দিষ্ট রং রাখা হয়নি। সম্ভবত সমাজের সকল শ্রেণির মানুষের জন্য সেই বিভিন্ন রং ব্যবহার করা হয়েছে। যে লোগো পরিবর্তনের মাধ্যমে প্রায় ছয় দশকে প্রথমবার ব্র্যান্ডের পরিচিতি পালটানোর পথে হাঁটছে সুইডিশ ফোন প্রস্ততকারক সংস্থা। যে সংস্থা একটা সময় পরিবারের সদস্য হয়ে উঠেছিল। হয়ে ওঠে ‘নস্ট্যালজিয়া’।

আরও পড়ুন: Nokia 2780 Flip: নস্ট্যালজিয়ার মোড়কে আধুনিক ফিচার ফোন! দাম কত?

নোকিয়ার লোগো পরিবর্তনের বিষয়টি নিয়ে সংবাদসংস্থা রয়টার্সে একটি সাক্ষাৎকারে নোকিয়ার চিফ এগজিকিউটিভ পেক্কা লুন্ডমার্ক বলেন, ‘স্মার্টফোনের সঙ্গে যোগসূত্র ছিল এবং বর্তমানে আমরা ব্যবসায়িক প্রযুক্তি কোম্পানি হয়ে উঠেছি।’ বার্সেলোনায় বার্ষিক মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের আগেরদিন সুইডিশ সংস্থা নোকিয়ার ভবিষ্যতের পথ নিয়ে মুখ খুলেছেন। যে অনুষ্ঠান আজ (সোমবার) থেকে শুরু হচ্ছে।

আরও পড়ুন: Interesting Facts: নোকিয়া, স্যামসাং কী দিয়ে ব্যবসা শুরু করে জানেন? ১২টি কোম্পানির মজার ইতিহাস রইল

ভারত নিয়ে আশাবাদী নোকিয়া 

নোকিয়া যে কৌশল পরিবর্তন করেছে, তাতে মাইক্রোসফট এবং অ্যামাজনের মতো সংস্থাকে টেক্কা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। রয়টার্সের সাক্ষাৎকারের সুইডিশ সংস্থা নোকিয়ার চিফ এগজিকিউটিভ জানান, বিভিন্ন রকমের পরিস্থিতি তৈরি হবে। কখনও কখনও ওই সংস্থাগুলি নোকিয়ার সহযোগী হবে। কখনও কখনও নোকিয়ার গ্রাহক থাকবে। এমন পরিস্থিতিও তৈরি হবে যে ওই সংস্থাগুলি নোকিয়ার প্রতিপক্ষ হয়ে উঠবে। 

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, উত্তর আমেরিকার মতো জায়গা থেকে টেলিকম গিয়ার বিক্রির বাজারে চাহিদা কমছে। বরং বহর বাড়ছে ভারতীয় বাজারে। সেই ভারতের বাজার নিয়ে অত্যন্ত আশাপ্রকাশ করেছেন সুইডিশ সংস্থা নোকিয়ার চিফ এগজিকিউটিভ।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

[ad_2]

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments