মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪
Homeদেশ'ঋত্বিক চক্রবর্তী ভারতবর্ষের সম্পদ', আচমকা কেন সহকর্মীর প্রশংসায় পঞ্চমুখ জয়া

‘ঋত্বিক চক্রবর্তী ভারতবর্ষের সম্পদ’, আচমকা কেন সহকর্মীর প্রশংসায় পঞ্চমুখ জয়া

[ad_1]

কলকাতা: আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। মুক্তি পেতে চলেছে অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘মায়ার জঞ্জাল’। ভারত এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে তৈরি এই ছবিতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, চান্দ্রেয়ী ঘোষ, পরাণ বন্দ্যোপাধ্য়ায়ের মতো শিল্পীর। রয়েছেন ওপার বাংলার চেনা দুই মুখও। অপি করিম এবং সোহেল মণ্ডল।

সম্প্রতি ‘মায়ার জঞ্জাল’ নিয়ে আড্ডায় বসেন অপি এবং জয়া আহসান। জয়া এই ছবিতে অভিনয় করেননি ঠিকই। তবে ইতিমধ্যেই ছবিটি দেখা হয়ে গিয়েছে তাঁর। ‘মায়ার জঞ্জাল’ নিয়ে আলোচনা সূত্রেই উঠে আসে ঋত্বিকের প্রসঙ্গ। জয়া অতীতে ঋত্বিকের সঙ্গে কাজ করেছেন। কিন্তু অপি এই প্রথম তাঁকে সহকর্মী হিসেবে পেলেন। ওপার বাংলার দুই অভিনেত্রীই তাঁর প্রশংসায় পঞ্চমুখ।

 

জয়ার কথায়, ‘আমার মনে হয়, ঋত্বিকদা (চক্রবর্তী) আমাদের সময়ের অতুলনীয় একজন অভিনেতা। ভারতবর্ষের একজন সম্পদ উনি।”

আরও পড়ুন: কনসার্টে অরিজিতের গলায় একলা ঘর, দর্শকাসনে রূপম ইসলাম! গানে গানে দেখা দুই রকস্টারের

আরও পড়ুন: ছেলের জন্য মাঝরাতে থানায় ছুটলেন শ্রাবন্তী! কী এমন ঘটালেন অভিমন্যু

সহকর্মীর সঙ্গে একমত অপি। ঋত্বিকের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে যে তিনি উচ্ছ্বসিত, সে কথা জানাতে দ্বিধাবোধ করেননি তিনি। অভিনেত্রীর কথায়, “আমি তো নিয়মিত কাজ করি না। আবার কবে কাজ করব, ওঁর সঙ্গে কাজের সুযোগ পাব কি না, এই সব ভেবে আর ছবিটি করার লোভ সামলাতে পারিনি।” ঋত্বিকের অভিনয়ে আগাগোড়াই মুগ্ধ অপি। অভিনেতার সঙ্গে কাজের সুবাদে সেই মুগ্ধতাই যেন বেড়ে গেল কয়েক গুণ।

ইতিমধ্যেই ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রনাট্যের জন্য পুরস্কার জিতে নিয়েছে ‘মায়ার জঞ্জাল’। ২৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ছবিটি।

Published by:Sanchari Kar

First published:

Tags: Jaya Ahsan, Ritwick Chakraborty

[ad_2]

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments