Updated: 11 Feb 2023, 06:24 PM IST
Soumick Majumdar
টুইটারের নয়া মালিক জানিয়েছেন, লিগাসি ব্লু টিক, অর্… more
টুইটারের নয়া মালিক জানিয়েছেন, লিগাসি ব্লু টিক, অর্থাত্ আগেই যাঁরা ব্লু টিক পেয়েছেন, সেগুলি সব প্রত্যাহার করা হবে। অর্থাত্, আপনি যতই নামজাদা টুইটাক ব্যবহারকারী হন না কেন, আপনার ব্লু টিক সরিয়ে দেওয়া হবে। সাবস্ক্রিপশন নিলে তবেই সেটি পাবেন।