[ad_1]
তবে টিকিট নিয়ে যাতে দর্শকরা কোনও রকম ফাঁদে পা না দেন, সেই বিষয়টি নিয়ে সচেতন করেছে আয়োজকরা। টিকিটের ক্লাসিফিকেশন থাকছে। সেগুলি হল সোফা, ডায়মন্ড, গোল্ড, সিলভার, ব্রোঞ্জ। বুধবার সাংবাদিক সম্মেলন করে আয়োজক সংস্থার তরফে বিস্তৃত জানানো হয়। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন জয়ন্ত মল্লিক, বনি ঘোষ, শঙ্খব্রত বাগচী, দেবাংশু পাল চৌধুরী। (রিপোর্টার: অনির্বাণ রায়)
[ad_2]
Source link